ইউকা স্কুল জ্ঞানের ভাণ্ডার,
শিশুদের স্বপ্ন গড়ার অঙ্গার।
প্রতিটি সকাল সূর্যের হাসি,
শেখার সুরে ভরে চারপাশি।
শিক্ষকগণ দিশারী হয়ে,
জ্ঞান বিলান আপন মনে।
শিশুরা শেখে ভালোবাসা,
দেশকে গড়ার মহা আশা।
খেলাধুলায় উচ্ছ্বাস মিলে,
বন্ধুত্ব হয় হৃদয় ভরে।
একসাথে চলার অঙ্গীকার,
সবার মাঝে জ্ঞানের দ্বার।
পরীক্ষার পথে ভয় নয় সাথী,
প্রচেষ্টা দিলে জয় হবেই ত্রাতী।
শৃঙ্খলা, সত্য আর পরিশ্রম,
ইউকা স্কুল শেখায় প্রতিদিন।
আলোয় ভরা এই প্রতিষ্ঠান,
হবে একদিন গৌরবের স্থান।
বাংলার বুকে রাখবে দিশা,
ভবিষ্যতের সোনার আশা।
