"শহরের ভাঙাচোরা ফ্ল্যাটে একাকী রিদওয়ান। এক রাতে জানালার ধারে দেখা মিলল এক ছায়াময় মেয়ের, যার চোখে অদ্ভুত ব্যথা আর রহস্যময় হাসি। কাগজে লেখা মাত্র কয়েকটি শব্দ বদলে দিল রিদওয়ানের জীবন—ও কি আসলেই কাউকে দেখছে, নাকি নিজের অন্তরের অন্ধকারের প্রতিফলন?''