Posts

গল্প

ন্যায়বিচারক (Premium)

August 29, 2025

Taslima sultana

0
sold
খলিফা হারুনুর রশীদ (৭৬৩–৮০৯ খ্রি.) ছিলেন আব্বাসীয় খিলাফতের সবচেয়ে জনপ্রিয় ও ন্যায়পরায়ণ শাসকদের একজন। তার আমলে বাগদাদ শুধু ইসলামী সভ্যতার কেন্দ্রই হয়নি, বরং বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে স্বর্ণযুগে পৌঁছে যায়। তার সাথে জড়িয়ে অসংখ্য গল্প ও কাহিনী প্রচলিত আছে।

১. ন্যায়বিচারের গল্প

একবার খলিফা হারুনুর রশীদ ছদ্মবেশে রাতে বাগদাদের রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ দেখলেন এক গরিব লোক কাঁদছে। জিজ্ঞেস করলে লোকটি বলল—
“আমাকে অন্যায়ভাবে একজন ধনী লোক কষ্ট দিয়েছে, কিন্তু আমি খলিফার কাছে ন্যায় চাইতে ভয় পাচ্ছি।”

হারুনুর রশীদ বললেন, “তুমি কাল কোর্টে যাও।”
পরদিন সেই লোক খলিফার কোর্টে গিয়ে তার দুঃখ প্রকাশ করল। খলিফা প্রমাণ শুনে ধনী লোকের বিরুদ্ধে রায় দিলেন এবং গরিব লোককে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিলেন।
এভাবে তিনি জনগণের কাছে ছিলেন একজন ন্যায়বান শাসক।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login