ক্ষয়িষ্ণু প্রহর শেষে
গোধূলি লগ্নে
হেমন্ত বা বসন্তের সন্ধ্যা বেলায়
চেয়ে ছিলাম চাদঁ নয়
তোমার মুখের দিকে।
আঠারোর কৈশর
একুশের দুরন্তপনা
পঁচিশের ভরা যৌবন
কাটিয়ে দিলাম হরিনের নয়
তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে।
আজ পড়ন্তবেলায়
নিজেের শীর্ন প্রতিচ্ছবি দেখছি
চোখের কালছে দাগ
কপালের ভাজ
হাড় ক্ষয়ে বয় বৃদ্ধ আমি
কিভাবে পলাশের ন্যায় ঝরে পড়লাম
শুধু তেমায় সৌন্দর্য অবলোকন করে।
সময় চলে যায়...