Posts

কবিতা

সময় চলে যায়

August 29, 2025

মো. গোলাম কিবরিয়া

78
View

ক্ষয়িষ্ণু প্রহর শেষে
গোধূলি লগ্নে 
হেমন্ত বা বসন্তের সন্ধ্যা বেলায়
চেয়ে ছিলাম চাদঁ নয় 
তোমার মুখের দিকে।

আঠারোর কৈশর 
একুশের দুরন্তপনা
পঁচিশের ভরা যৌবন
কাটিয়ে দিলাম হরিনের নয়
তোমার মায়াবী  চোখের দিকে তাকিয়ে।

আজ পড়ন্তবেলায় 
নিজেের শীর্ন প্রতিচ্ছবি দেখছি
চোখের কালছে দাগ
কপালের ভাজ 
হাড় ক্ষয়ে বয় বৃদ্ধ আমি
কিভাবে পলাশের ন্যায় ঝরে পড়লাম 
শুধু তেমায় সৌন্দর্য অবলোকন করে।
সময় চলে যায়...

Comments

    Please login to post comment. Login