Posts

চিন্তা

মন:কষ্ট-১

August 29, 2025

Shams

74
View

আমরা সাধারণত পছন্দের খাবার মা, বোন ও পরবর্তীতে বউ এর কাছে খেতে চাই। কিন্তু চাকুরী জীবনে এসে দেখলাম কতিপয় উর্ধ্বতন মাঠ পর্যায়ে দাপ্তরিক অথবা ব্যক্তিগত উদ্দেশ্যে এসে মেনু ঠিক করে দেন। এটা খাবো, ওটা খাবো। মনে হয় মা-বোন বা বউ এর কাছে আবদার করছেন।

Comments

    Please login to post comment. Login