ফিরে যেতে চাই আমি সেই দিনটায়,
সকালের ঘণ্টা বাজা,স্কুলের বারান্দায়।
ব্যাগে বইয়ের গন্ধ, খাতায় আঁকিবুঁকি,
বন্ধুর হাসি ভেসে আসে দিগন্তের দিকি।
রঙিন মাঠে ছুটে বেড়ানো স্বপ্নের দল,
ক্লাসে দুষ্টুমি, টিফিনের মিষ্টি জল।
সেই শিক্ষক-ম্যাডামের স্নেহভরা মুখ,
শাসনের ভেতর লুকানো মমতার সুখ।
১২ বছর গেলো পেরিয়ে পেলাম না কভুও,
চোখে ভাসে মায়াবী মুখ,ভুলতে পারি না তবুও।
মনের পাতায় যত ছবি সবি সেই দিনগুলো,
আকাশে বাসা মেঘের মতো বৃষ্টি নামলো।
আজ জীবনের পথে যতই এগিয়ে যাই,
তবু মনের কোণে সেই ডাক শোনতে পাই।
ফিরে যেতে চাই, আরেকবার শুধু,
সেই স্কুলের আঙিনায়,
স্মৃতির গন্ধে ভরপুর দু'চোখ শুধু,
তোমাকেই খুজে বেড়ায়।