শাহেদ যখন আব্দুল গনি রোড পার হচ্ছিল, তখনই সে সাইরেনের আওয়াজ শুনতে পেল। ভয় পেয়ে সে রাস্তার এক পাশে সরে গেল।
নাহ, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না।
এই ভেবে যখনই শাহেদ উল্টা ঘুরতে যাবে, তখনই কেউ একজন তার পেছন থেকে কঠিন গলায় বলল, ‘স্ট্যান্ড আপ।’
শাহেদের মুখ থেকে রক্ত সরে গেল!
This is a premium post.