Posts

গল্প

পুরোনো বটগাছের রহস্য

August 29, 2025

Fahmida Islam Wredi

44
View

গ্রামের পাশে এক পুরোনো বটগাছ ছিল। সবাই বলত, রাতে ওখান দিয়ে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়।

এক রাতে সাহসী ছেলে আরিফ ঠিক করল সত্যি কি ভূত আছে তা দেখবে। সে লণ্ঠন হাতে গাছের নিচে দাঁড়াল। হঠাৎ ঠাণ্ডা হাওয়ার ঝাপটা এল, আর কারো ফিসফিসানি শুনতে পেল—
“কে এলে… কে এলে…”

আরিফ ভয় পেয়ে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখল না। ঠিক তখন গাছের ডাল থেকে একটা সাদা ঝাপটা নেমে এল। আরিফ দৌড়ে বাড়ি চলে গেল।

পরদিন লোকজন গিয়ে দেখল, আসলে গাছে একটা সাদা পেঁচা থাকে। সবাই বুঝল— ভূতের গল্প শুধু ভয় দেখানোর জন্যই ছড়ানো হয়েছিল!

Comments

    Please login to post comment. Login