প্রিয় মুখ পারো কি বুঝিতে
তপ্তদহন লাগিছে বুকে
উঠিয়াছে হৃদয় জনমের তরে
এমনই প্রেম খোয়াবে খোয়াবে
আদি নেই অন্ত নেই
নিভিয়া গেলে কিছুই নেই
তবুও ভাসিয়া ওঠে রহস্য
নতুন এক শব্দ সদ্য ফোঁটা ফুল
শুধুই কি ফুল? সে এক বিষন্ন অধর
নীরব প্রকাশ বিন্দু বিন্দু জল
গড়িয়া চলে কপোল বেয়ে
ওষ্ঠ অধর ম্লানমুখে।
প্রশ্ন করে আয়ুতে কাল
মানব জীবন তোমার সমান
কেবল আমি নত মুখে
জীবন ভাবি তোমার সুখে
না পারি কিছু অমন ঠোঁটে
দিবারাত্র জাগিতে জাগিতে
প্রিয় মুখ পারো কি বুঝিতে?
অবারিত মন শূন্যে ভাসমান
জাগিয়ে তুলি বুকের কাছে
আশার মতো জোছনা রাতে
আকাশে আকাশ আঁখি মেলে
একটু ছোঁয়া আমায় দিলে
ক্লান্ত ভীষণ ক্লান্ত হয়ে
দুঃখের অনল জ্বালিয়া গেলে
দুখানি হাত ধরতে গিয়ে
দুঃখ বেদনা দীর্ঘ রাতে
চুম্বন করি ললাট মাঝে
খন্ড চাঁদ জেগে থাকে
জীবন কেবল ভাবিয়া চলে।
প্রিয় মুখ পারো কি বুঝিতে?
একটু না হয় প্রেমই দিলে
মরন খেলায় সুযোগ নিলে
চিরটাকাল তোমায় ভেবে
ব্যাকুল জীবন সময় হয়ে
জাগিয়া জাগিয়া বুকের কাছে
প্রিয় মুখে হেলিয়া পড়ে
দেখি আমি যতন ভরে
নিশিথবেলা একলা বসে।
#রকিমেরাজ