Posts

গল্প

আড়ালের মুখোশ

August 29, 2025

Mithila

64
View

মিথিলা ছিল এক চঞ্চল, মেধাবী মেয়ে। বিশ্ববিদ্যালয়ে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল সৃষ্টি—সবসময় পাশে, সবকিছুতে আগ্রহী। কিন্তু মিথিলা বুঝতে পারেনি, সৃষ্টির হাসির আড়ালে লুকিয়ে আছে এক মুখোশ।
একদিন মিথিলা একটি প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে তার আইডিয়া ছিল অসাধারণ। সে বিশ্বাস করে, সৃষ্টিই তাকে সাহায্য করবে উপস্থাপনায়। কিন্তু ঠিক প্রতিযোগিতার আগের দিন, মিথিলা দেখে—সৃষ্টি তার আইডিয়াটা চুরি করে নিজে উপস্থাপন করছে।
মিথিলা হতবাক। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা তাকে ভেঙে দেয়, কিন্তু সে থেমে থাকে না। নিজের নতুন আইডিয়া নিয়ে সে আবার দাঁড়ায়, সাহস নিয়ে উপস্থাপন করে। বিচারকরা মুগ্ধ হন, আর মিথিলা জিতে যায়।
সৃষ্টি মুখ লুকিয়ে চলে যায়, আর মিথিলা বুঝে যায়—সব বন্ধুই বন্ধু নয়। কিছু মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ঈর্ষা, প্রতারণা।
 

Comments

    Please login to post comment. Login