আকাশে প্রকান্ড এক কালো মেঘ, একটু হলেই যেন বৃষ্টি ঝড়বে অঝোরে। রিক্সায় উঠে বসি দুজন,কাবেরী হুট নামিয়ে নিল।
কাবেরীর হাতে কদম দিলাম, কাবেরী পাতা ছিড়ে ছিড়ে আমার হাতে দিচ্ছে।
হঠাৎ ঝুম বৃষ্টি, চারদিকে অন্ধকার । আমরা অবাধ ভিজে যাচ্ছি, কাবেরীর থুতনি বেয়ে বয়ে যাচ্ছে কোনো এক পাহাড়ি ঝিরি ।
আমি খপ করে কাবেরীর হাত ধরে ফেলি।
This is a premium post.