Posts

গল্প

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

August 30, 2025

Chameli Akter

122
View

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমার যে ধারনা ছিল, সেটা নিমিষেই বদলে গেলো যখন দেখলাম আমার হাত থেকে মোবাইল মাটিতে পড়ার সাথে সাথে ফেসবুকে এড আসছে;

“ভাঙা স্ক্রিন ঠিক করি ২০ মিনিটে... যোগাযোগ করুন... ০১৭”

শুধু একটা এড না... পর পর কয়েকটা এড

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভমেন্টও ডিটেক্ট করতে পারে?

আগে তো জানতাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাসেজ রিড করে সেই অনুযায়ী রেজাল্ট দেয়

যেমন হয়ত গুগলে গাড়ি ওয়াশের যায়গা খুঁজলাম, হোম পেইজে ঢুকে দেখি গাড়ি ওয়াশের এড সমানে সামনে আসছে

কিন্তু আজ ধারনা সম্পূর্ণ ভেঙ্গে গেলো

সেদিন অফিস থেকে বাসায় চলে আসার পর পিয়ন ফোন করে বলছে, ‘স্যার চেয়ার ভাইঙ্গা গেসে? কি করুম?’

“কি করুম মানে? ঠিক করাও... এটাও বলে দিতে হয়?”

ধমক শেষ করে ফেসবুকে ঢুকে দেখি, “ভাঙা চেয়ার জোরা লাগাই ২০ মিনিটে... যোগাযোগ করুন... ০১৭”

তারা ভয়েসও রিড করতে পারে? তাও আবার বাংলায় দেয়া ঝারি থেকে বেঁছে বেঁছে?

শুধু তা না, একটু পর ব্রাদার্স ফার্নিচারের এড... নোবেল অফিস চেয়ারে হেলান দিয়ে হাসিহাসি মুখ করে ক্যালকুলেটর টিপছে

তাকে দেবদূতের মতো লাগার বদলে আমার কাছে প্রেতাত্মা মনে হচ্ছে

আরও অবাক করার বিষয়, সেদিন লাঞ্চের পর মনে মনে ভাবছি; এই দেশে আর থাকবই না... ভাল লাগে না এই সব ঝামেলা

সাথে সাথে হোম পেইজে, “আমরা ইমিগ্রেশান ভিসা জমা নেই ২০ মিনিটে... যোগাযোগ করুন... ০১৭”

শুধু তা না, সাথে সাথে বউয়ের হোম পেইজে এড চলে গেছে; “বিদেশ চলে যাচ্ছেন? আমরা আপনার বাসার সকল ফার্নিচার কিনে নেই ২০ মিনিটে... যোগাযোগ করুন... ০১৭”

ভয়াবহ

হাতের মুঠোয় থাকা আমাদের ট্রাস্টেড জিনিসটা সব শুনছে, বুঝছে… সব

Comments

    Please login to post comment. Login