৩ জন কসাই এসেছে ইন্টার্ভিউ দিতে
অফিসের নিচে রিসিপশনে বসে আছে… সিসি ক্যামেরা দিয়ে দেখলাম ১ জন লুঙ্গি পরা, একজন প্যান্ট আর একজন সাফারি
আমি সাফারি পরা লোকটাকে উপরে ডাকলাম
“বলেন আপনার এক্সপেরিয়েন্স”
‘১১ বছর’
“সাথে করে আবার ফাইলে কি এনেছেন?”
‘কাগজপত্র’
“আপনার আবার কাগজ পত্র কি?”
‘সার্টিফিকেট’
“কিসের?”
‘পড়াশোনার’
“এটা দিয়ে আমি কি করব? কাজ কেমন পারেন এটা বলেন”
‘ওহ সরি… কাজ ভালো পারি…টিম লিডে আমি বিশেষ পারদর্শী’
“এসব বলে লাভ নাই… নিজে কোপাতে হবে”
‘আচ্ছা’
“এক টানে চামড়া ছিলতে পারেন?”
… কথা বার্তার এই পর্যায়ে রিসিপশন থেকে ফোন আসলো, “স্যার স্যার সাফারি পরা যিনি গিয়েছেন উনি ‘রিকভারির হেড’ পদে চাকরির জন্য এসেছেন। ভুলে আমি কসাই এর সাথে গুলিয়ে ফেলেছি”
আমি কানে ফোন ধরে রাখা অবস্থাতেই ভাবছি, এখন সামলাই কেমনে পুরো ব্যাপারটা