Posts

কবিতা

নীহারিকার স্মৃতিসৌরভ

August 30, 2025

সৈয়দ তামিম হাসান

98
View

তোমার হাসির উচ্ছ্বাস, যেন সৌরভিত নীহারিকা, অন্তরীক্ষে অম্লান, তবু দুর্গম স্মৃতির দিগন্তে। ক্ষণিকের সেই সান্নিধ্য, সুদূর শৈশবের অলিন্দে, আজও জাগায় হৃদয়ে অপরিমেয় শূন্যতার স্পন্দন।সেই প্রভাতে, যখন কুসুমিত অরণ্যের কোলাহলে, তোমার কণ্ঠে মিশিত স্বপ্নের সৌরভী আলাপন, আমরা ভ্রমিতাম, অজ্ঞাতে, নদীতীরের স্বচ্ছন্দ পথে, তোমার দৃষ্টিতে ছিল বিশ্বাসের অখণ্ড সম্ভাবন।কালের নির্মম প্রবাহে, তুমি হয়েছো দূরত্বের ছায়া, তবু স্মৃতির নিভৃত অঙ্গনে, তোমার নাম অমর্ত্য। প্রতিধ্বনিত হয় সেই কথোপকথন, সেই হাসির রাগিণী, যেন শরৎশশীর কিরণে, উদ্ভাসিত কোনো স্বপ্নলীলা।কখনো কি স্মরণে আসে, সেই বিগত যৌবনের উৎসব? যখন অগোচরে, আমাদের হৃদয়ে জন্ম নিত কাব্য, তোমার নীরব পদচিহ্ন, আজও অঙ্কিত আমার মানসে, যেন সুদূর নক্ষত্রের আলো, অথচ নাগালের বাইরে।হায়, তুমি কোথায়? কোন অজানা বিশ্বের পরিযায়ী? তবু, তোমার স্মৃতি, আমার অন্তরে অম্লান সৌরভ, যেন পুরাতন পাণ্ডুলিপির পাতায়, অক্ষয় এক চিত্রকল্প, চিরন্তন, অবিনশ্বর, আমার হৃদয়ের নিভৃত অলিন্দে।

Comments

    Please login to post comment. Login