নজরুলের প্রথম বিবাহ একজন মুসলিম মেয়ের সঙ্গে হয়। কিন্তু ওই বিয়ে একদিনও টেকে নি। শ্বশুরবাড়ির সঙ্গে কি নিয়ে তাঁর বিরোধ বাধে আমার জানা নেই, কিন্তু নজরুল কোন কারণে এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে বিয়ের দিনই চলে যান সেখান থেকে।
-------------------
এরপর তাঁর সঙ্গে প্রমীলা দেবীর বিয়ে হয়। তাদের প্রথম সন্তান জন্মের অল্পদিনের মধ্যেই অকালে মারা যায়। তিনি প্রথম সন্তানের মৃত্যুর পর তার উদ্দেশে গান লিখেছিলেন "শূন্য এ বুকে পাখি মোর আর ফিরে আয় ফিরে আয়" এরপর তাঁদের পরপর চারটি সন্তান হয়। প্রথম দুই সন্তান মারা যায়।
--------------------------
নজরুল ও প্রমীলার বিবাহিত জীবন ছিল দুঃখে দারিদ্র্যে ভরা। নজরুল নিজের প্রতিভাবলে প্রচুর অর্থ উপার্জন করলেও তা রাখার মত বিষয়বুদ্ধি তাঁর ছিল না। খানিকটা দায়িত্ববোধহীন ও ভোলাভালা ধরণের ছিলেন। সম্ভবত তার কারণ হল, নজরুল নিজে কোন পারিবারিক জীবন পান নি। তিনি ছিলেন তাঁর বাবার দ্বিতীয় স্ত্রীর ষষ্ঠ সন্তান। শিশুকাল থেকেই তিনি বাড়ির বাইরে, কখনও অনাথ আশ্রমে কখনও চায়ের দোকানের কর্মী, এভাবেই কেটেছে তাঁর ছোটবেলাটা। তিনি যখন গানে অভিনয়ে কাব্যে সাহিত্যে খ্যাতির মধ্যগগনে ছিলেন তখন তাঁর বন্ধুবান্ধবের বৃত্তটিও ছিল বিশাল।