বউ মরেছে | মুহাম্মদ লিটন ইসলাম
বউ মরেছে জল ঝরেছে
রক্ত জবার তীরে
চোখ খুলেছে বুক ফুলেছে
বিদ্বান পাখির ভীরে
দশের চোখে দেশের বুকে
দোষ করেছে সে
আমার দুখে কষ্ট চুকে
বাঁজ পড়েছে পাশে
সোনা দিয়া যতন করে
রাখা ছিল ঘরে
মর্চা এসে যুক্তি কেসে
সব হরিছে পুশে
নিরব সহে সঙ্গ রহে
পাতাল ফেরে জলে
কুহু ডাকও বন্ধু নহে
ডর ঢুকেছে দিলে।