লিটন নামের কেহ ছিল | মুহাম্মদ লিটন ইসলাম
লিটন নামের কেহ ছিল
মুখে ভরা হাসি ছিল,
কথায় কথায় দুঃখের কথা,
উড়িয়েছিল মনের ব্যথা।
সাবার সাথে মিশে ছিল,
বন্ধু ভেবে হাত দিয়েছিল।
হাত মিলিয়ে সর্বজনে,
বাঁশ দিয়েছিল গুনে গুনে।
শ'খান বা তাহার বেশি,
চিরলতায় কাতর দেহ,
তবু তার মুখে ছিল
মধু পাড়ার বিরল হাসি।
আপন ভেবে নিয়ে ছিলে,
হৃদয় মাঝে রেখে ছিল।
হৃদয় খুঁড়ে রক্ত গড়িয়ে,
'লিটন প্রদীপ' দেয় নিভিয়ে।
সব ভুলিয়ে মিলে ছিল,
ডানা দুখান উজার ছিল।
নতুন করে যুক্তি গড়ে,
ফিরে এসে পরাণ ভরে।
এবার তারা কষে দিলো
বিনা দড়ির ফাঁসি,
তবুও তার মুখে ছিল—
ময়রা মুদির হাসি।