Posts

নিউজ

কিরকাস প্রাইজ-২০২৫ এর চূড়ান্ত তালিকা প্রকাশ

August 30, 2025

নিউজ ফ্যাক্টরি

74
View

২০২৫ সালের কিরকাস প্রাইজের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া লেখকদের নাম প্রকাশ করেছে কিরকাস রিভিউজ। বিশ্বের অন্যতম মূল্যবান এই বার্ষিক সাহিত্য পুরস্কারের জন্য ফিকশন, ননফিকশন এবং ইয়ং রিডার্স লিটারেচার বিভাগে ১৮ জন চূড়ান্ত প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে।

কিরকাস রিভিউজ এর প্রধান সম্পাদক টম বিয়ার এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বই আমাদের ধীর করে দেওয়ার, গভীরভাবে চিন্তা এবং স্বাধীনভাবে কল্পনা করতে সাহায্য করার অনন্য ক্ষমতা রাখে। এই বছরের কিরকাস প্রাইজের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বইগুলো পাঠকদের এই প্রতিশ্রুতি দিচ্ছে। 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে কিরকাস প্রাইজ দেওয়া হচ্ছে। ফিকশন, ননফিকশন এবং ইয়ং রিডার্স লিটারেচার বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগের বিজয়ী লেখককে ৫০ হাজার ডলার দেওয়া হবে। এর আগে ‘জেমস’ উপন্যাসের জন্য পার্সিভাল এভারেট, ‘আওয়ার মাইগ্রেন্ট সোলস’ বইয়ের জন্য হেক্টর টোবার এবং 'অল থার্টিন' এর জন্য ক্রিস্টিনা সুনটর্নভাট এই পুরস্কার পেয়েছিলেন।  

এদিকে ৮ অক্টোবর নিউ ইয়র্কের ট্রাইবেকা রুফটপে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

কিরকাস প্রাইজ-২০২৫ এর চূড়ান্ত তালিকা নীচে দেওয়া হলো: 

ফিকশন:

১. কিরণ দেশাই - ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ 

২. অ্যাঞ্জেলা ফ্লোরনয় - ‘দ্য ওয়াইল্ডারনেস’

৩. অ্যালেগ্রা গুডম্যান - ‘আইসোলা’

৪. মেঘা মজুমদার - ‘অ্যা গার্ডিয়ান অ্যান্ড অ্যা থিফ’

৫. লুকাস শেফার - ‘দ্য স্লিপ’

৬. ডেভিড সজালে - 'ফ্লেশ'

ননফিকশন: 

১. অরুন্ধতী রায় - 'মাদার মেরি কামস টু মি'  

২. নিকোলাস বগস - 'বাল্ডউইন: অ্যা লাভ স্টোরি'

৩. সোফি এলমহার্স্ট - ‘অ্যা ম্যারিজ এট সি: অ্যা ট্রু স্টোরি অব লাভ, অবসেশন এন্ড শিপরেক’ 

৪. গ্রেগ গ্র্যান্ডিন - 'এমেরিকা, এমেরিকা: অ্যা নিউ হিস্টরি অব দ্য নিউ ওয়ার্ল্ড'

৫. ইমানি পেরি - ‘ব্ল্যাক ইন ব্লুজ: হাউ অ্যা কালার টেলস দ্য স্টোরি অব মাই পিপল’

৬. স্কট অ্যান্ডারসন - 'কিং অব কিংস'

ইয়ং রিডার্স লিটারেচার: 

১. ব্রায়ান ফ্লোকা - 'আইল্যান্ড স্টর্ম'

২. থাও লাম - ‘এভরিবেলি’

৩. ডেরিক বার্নস - 'দ্য ইনক্রেডিবলি হিউম্যান হেনসন ব্লেজ' 

৪. ত্রিনু লান - ‘জন দ্য স্কেলিটন’ 

৫. মোয়া ব্যাক আস্টট - 'বাটারফ্লাই হার্ট' 

৬. ক্যান্ডেস ফ্লেমিং - 'ডেথ ইন দ্য জাঙ্গল' 

Comments

    Please login to post comment. Login