পোস্টস

নিউজ

ফিকশনে পুলিৎজার পেয়েছেন জেন অ্যান ফিলিপস

১ জুন ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image

চলতি বছর ফিকশন বিভাগে পুলিৎজার প্রাইজ পেয়েছেন মার্কিন লেখক জেন অ্যান ফিলিপস। তিনি ‘নাইট ওয়াচ’ উপন্যাসের জন্য মর্যাদাবান এই পুরস্কার পান। 

 

নাইট ওয়াচ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। মার্কিন গৃহযুদ্ধের পটভূমিতে এই উপন্যাসটি লেখা হয়েছে। এতে গৃহযুদ্ধের ফলে পশ্চিম ভার্জিনিয়ার একটি মেন্টাল অ্যাসাইলামে আশ্রয় নেওয়া একজন মা এবং মেয়ের সম্পর্কে একটি চমকপ্রদ গল্প বলা হয়েছে।  

 

এই উপন্যাসটি চলতি বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিল।  

 

এদিকে নন ফিকশন ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছেন নাথান থ্রাল। ‘এ ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা: অ্যানাটমি অব এ জেরুজালেম ট্র্যাজেডি’ নামের বইয়ের জন্য তিনি এই পুরস্কার পান।

 

কবিতায় পুলিৎজার বিজয়ী ছিলেন ব্র্যান্ডন সোম। তিনি ‘ট্রিপাস’ কবিতা সংকলনের জন্য এই পুরস্কার পান।   

 

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১৭ সাল থেকে পুলিৎজার প্রাইজ দেওয়া হচ্ছে। এই পুরস্কারটিকে সাংবাদিকতার নোবেল হিসেবে বিবেচনা করা হয়।সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকের জন্য প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করা হয়। 

 

সূত্র: কিরকাস