Posts

কবিতা

দুর্নীতি দমন

August 31, 2025

alamin hasan

51
View

দুর্নীতি দমন

​শহরের বুকে বসেছে কালো মেঘের ছায়া,

টাকার কাছে বিক্রি হচ্ছে বিবেক আর মায়া।

অন্ধকারের কোণে কোণে, চলে লেনদেন,

নীতি হারিয়ে, মানুষ ভুলেছে নিজেদের সেন।

​সত্যের গলা টিপে ধরা, মিছে কথার জালে,

স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, ক্ষমতার তালে তালে।

উঁচু দালান গড়ছে যারা, ভাঙছে গরীবের ঘর,

দেশের মাটি পুড়ছে যেন, দাহে নিদারুণ।

​আর কতকাল চলবে এই মিথ্যাচার?

আর কতকাল সইবো এই অত্যাচার?

উঠে দাঁড়াও, হে মানব, জাগ্রত হোক বিবেক,

সুরে সুরে গেয়ে ওঠো, ন্যায়েরই অভিষেক।

​দুর্নীতিকে রুখতে হবে, একসাথে হতে হবে,

আলোর মশাল জ্বেলে, আঁধারকে সরাতে হবে।

সৎ সাহস আর দৃঢ় মনোবল, হোক আমাদের ঢাল,

নতুন সকাল আনবই আমরা, ভেঙে সব বাধা-জাল

Comments

    Please login to post comment. Login