Posts

চিন্তা

উপদেশ

August 31, 2025

Chameli Akter

175
View

যে কাজ গুলো করবেন না ~~ 
১. আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল কে একসাথে পরিচয় করাবেন না।

২. অফিসের কলিগ আর ব্যক্তিগত ফ্রেন্ড সার্কেল পরিচয় করাবেন না। অফিস কলিগদের ব্যক্তিগত কারোর সাথেই পরিচয় করাবেন না।

৩. বেষ্ট ফ্রেন্ডকে আপনার অন্য কোনো ফ্রেন্ডের সাথে ক্লোজ হবার জন্য জোর করবেন না।

৪. ফ্রেন্ডের জন্য অন্য কারো থেকে বড় টাকার এমাউন্ট ধার নিবেন ততটুকু, যতটুকু আপনার নিজের পরিশোধ করার সার্মথ্য আছে। ফ্রেন্ড শোধ না করলেও যাতে আপনি শোধ করতে পারেন, সম্পর্ক ঠিক থাকে।

৫. ক্লোজ ফ্রেন্ডের পরিচিতর সাথে অযথা ঘনিষ্ট হবার চেষ্টা করবেন না। এতে ক্লোজ ফ্রেন্ড কষ্ট পায়।

৬. এক ফ্রেন্ড সার্কেলে একজনের কথা আরেকজনকে বলবেন না। দিনশেষে কিছুই লুকিয়ে থাকেনা। সবাইকে সবাই বলে দেয়।

৭. নিজের পার্টনার কে বেষ্ট ফ্রেন্ডের সাথে বন্ধুর মতো আচরন করতে বলবেন না। দুজনের মধ্যে ফরমাল সম্মানের সম্পর্ক রাখবেন।

৮. অন্য কারোর কাজের জন্য নিজের সবচেয়ে বেষ্ট নেটওয়ার্ক নষ্ট করবেন না।

৯. পার্টনারকে কখনোই ফ্রেন্ড সার্কেলের দোষের কথা বলবেন না। ঝগড়া হলেই পার্টনার এসব শোনাবে।

১০. ফ্রেন্ড ছাড়াও যাদের পরিচয় করিয়ে দিলে আপনার নিজের ব্যক্তিত্ব ঝুঁকির মুখে পরবে তাদের নিজেদের পরিচয় করিয়ে দিবেন না।

১১. কলিগকে সব কথা বলবেন না। কলিগ কখনো ফ্রেন্ড হয় না।

১২. আপনি আপনার ফ্রেন্ডের সাথে আছেন, এমন অবস্থায় ফ্রেন্ডের ফরমাল সম্পর্কের কারো সাথে দেখা হয়ে গেলো, তার সামনে ফ্রেন্ডকে ছোট করে কথা বলবেন না। ফরমাল থাকবেন।

১৩. পেট পাতলা অর্থাৎ পেটে কথা থাকেনা এমন কাপলদের সমস্যা সমাধান করতে যাবেন না। এরা আমে দুধে মিলে যাবে মাঝখানে আপনি বাড়া!

Comments

    Please login to post comment. Login