Posts

পোস্ট

অটোরিকশাওয়ালা

September 3, 2025

Chameli Akter

113
View

অটোরিকশা দিয়ে কারওয়ান বাজার এসেছি।

চালক মহোদয়কে ১শ টাকার নোট দিয়ে দাঁড়িয়ে আছি।

৫০ টাকা ফেরত দেবে। 


 

সে আমার টাকা ফেরত না দিয়ে সামনের রিকশা থেকে যাত্রী ছিনিয়ে আনার চেষ্টায় ব্যস্ত হয় পড়লো, অই আপা আসেন। অই খালাম্মা কই যাবেন?


 

আমি কিঞ্চিত বিরক্ত। 

সে একই টাকা বারবার দেখে, আবারও আপা, খালাম্মা ডাকাডাকি শুরু করলো।


 

বললাম, আমার টাকাটা আগে দিয়ে নাও। তারপর ডাকো।

চালক মহোদয় বললো, না ডাকলে যায়গা।


 

তার উপর আরো বিরক্ত হলাম, তাই বলে একজনকে বিদায় না করে আরেকজনকে ডাকাডাকি।

ঠিক করলাম, তাকে একটা বিভ্রান্তিকর থিওরি দেওয়া দরকার।


 

তাই নরম স্বরে বললাম, শোনো, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি ভালো চালাও, যাত্রীরা এমনি তোমার কাছে আসবে। ডাকতে হবে না...

Comments

    Please login to post comment. Login