বই পড়ুয়া হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিচিতি রয়েছে। তিনি প্রতি বছর একটি সামার রিডিং লিস্ট প্রকাশ করে থাকেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ ঐতিহ্য বজায় রেখে ওবামা সম্প্রতি ইনস্টাগ্রামে এই গ্রীষ্মে তার পড়া বইয়ের একটি তালিকা প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, ‘বই পড়া আমার জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী বছর ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারে শিকাগো পাবলিক লাইব্রেরির একটি শাখা খোলা হবে। আপাতত, আমি সম্প্রতি পড়া কিছু বই আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ভাবছি। এর সঙ্গে কিছু নোটও দেওয়া হবে যে, কেন আমি এগুলো পছন্দ করেছি এবং কেন আপনাদেরও তা পছন্দ হতে পারে।’
বারাক ওবামার ২০২৫ সালের সামার রিডিং লিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:
১. রন চেরনো - 'মার্ক টোয়েন'
২. ম্যাডেলিন থিয়েন - ‘দ্য বুক অব রেকর্ডস’
৩. এস.এ. কসবি - 'কিং অব অ্যাশেজ'
৪. এজরা ক্লেইন এবং ডেরেক থম্পসন - ‘অ্যাবান্ডেন্স’
৫. অনিতা দেশাই - ‘রোজারিটা’
৬. কেটি কিতামুরা - ‘অডিশন’
৭. স্টিফেন গ্রাহাম জোন্স - ‘দ্য বাফেলো হান্টার হান্টার’
৮. সোফি এলমহার্স্ট - ‘অ্যা ম্যারিজ এট সি: অ্যা ট্রু স্টোরি অব লাভ, অবসেশন এন্ড শিপরেক’
৯. মাইকেল লুইস - 'হু ইজ গভর্নমেন্ট'
১০. ক্রিস হেইস – ‘দ্য সাইরেনস কল’