Posts

কবিতা

ব্যর্থতার মিছিল

September 4, 2025

Milu Aman

190
View

এমনটাই হবার কথা ছিল,
তুমি কি তা জানতে না?
প্রতিটি কোণে প্রতিবন্ধকতা,
সামনে যাবার পথ অবরুদ্ধ।

লড়াইটা কোথায় গিয়ে শেষ হবে,
কেউ কি বলতে পারো?
নিজ দলের পক্ষে সবাই অনুগত,
নিরপেক্ষ— এক অজানা শব্দ!

দেশপ্রেমের কথা শুধুই মুখের বুলি।
মিথ্যা ভান, ছলনার ছায়া পেরিয়ে
পায়ের নিচে জমে থাকে ন্যায়ের ধ্বংসাবশেষ,
ধুলায় ঢেকে যায় রক্তে লেখা ইতিহাস।

বলতে পারো এই পথের অন্তিম ঠিকানা?
তুমি কি জানতে এমন কিছু হবে?
কেবলই এক নারকীয় প্রবণতার
বৃত্তে ঘুরপাক খাওয়া প্রতারণা।
 

কোথাও কি এক বিন্দু আলো আছে,
যা ভোঁতা অনুভূতির পাথরে ফাটল ধরাবে?
হয়তো কোনো একদিন ফের অনুভব করবো, 
হয় কষ্ট, নয় ভালোবাসা…

Comments

    Please login to post comment. Login