আধুনিক তুরস্ক বা তুর্কিয়ের প্রাচীন ভূমি আনাতোলিয়ার একটি প্রাণকেন্দ্র এরজুরুম শহর। শহরের সৌন্দর্য ও দর্শনীয় স্থানের কারণে একে বলা হয় আনাতোলিয়ার মুক্তো। তবে আমি আজ এই শহরের সৌন্দর্য বর্ণনা করব না। শহরকে ঘিরে সূচনা– এমন একটি গল্পটা বলব। সত্যিকারের একটি গল্প। গল্পটি প্রায় ১০০ বছর আগের সময়ের।
১৯১৬ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলকালাম চলছে। এ বছরের ফেব্রুয়ারী মাসে এরজুরুম শহরে হঠাৎ আক্রমণ করে বসেছে রাশিয়া। উসমানি তুর্কি বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়ন তখন বিভিন্ন ফ্রন্টের যুদ্ধে ব্যাস্ত । তাই এই শহরটি রক্ষার জন্য পর্যপ্ত সৈন্য নেই তাদের হাতে । রুশ বাহিনী আক্রমণ করেছে বিশাল সৈন্যসামন্ত নিয়ে। আর্মেনীয় সেনার একটা অংশও তাদের সাথে এসেছে। উসমানী জেনারেলরা চিন্তিত হলেন। রুশদের মোকাবেলায় সৈন্যবল বাড়াতে হলে স্থানীয় অযোদ্ধা জনগনের সহায়তা ছাড়া উপায় দেখছেন না তারা। যতদিন সম্ভব যেভাবে সম্ভব যুদ্ধ চালিয়ে যেতে হবে। অন্য ফ্রন্ট থেকে সেনা সাহায্য আসতেও তো সময় লাগবে।
যুদ্ধের ডামাডোলের মধ্যে শহরের একজন আলেম দরবেশ তার অনুসারীদের নিয়ে এগিয়ে এলেন শহর রক্ষায়।