Posts

চিন্তা

বয়ান (Narrative)

September 4, 2025

ইহতেমাম ইলাহী

104
View

   বয়ান (Narrative) 



 

                                 “Until the lion learns how to write,

                                   Every story will glorify the hunter.”



 

রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের পর সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল জোসেফ স্ট্যালিন। 


 

স্ট্যালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং নাজি জার্মানিদের পরাজিত করে। স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়, যা ৪০ বছর পর সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে। 


 

জোসেফ স্ট্যালিন ‘মানবতার এক উজ্জ্বল তারকা’, ‘সমাজতন্ত্রের গোড়াপত্তনকারী’, ‘জাতির পিতা’সহ অনেক উপাধি পেয়েছিলেন। ১৯৪৮ সালে নোবেল পুরস্কারের জন্যও মনোনীত হন !

 

১৯৫৩ সালে স্ট্যালিনের মৃত্যু হয়। একইসাথে তার ব্যাপারে বিশ্ববাসীর অভিব্যক্তিও যেন উল্টোদিকে মোড় নিতে শুরু করে । কারণ বিভিন্ন সূত্রে তার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার বিষয়ে তথ্য একে একে প্রকাশিত হতে থাকে ।


 

স্ট্যালিনের মৃত্যুর তিন বছর পর ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়নের নতুন নেতা নিকিতা ক্রুশ্চেভ একটি গোপন বক্তব্যে স্ট্যালিনের শাসনামলের (১৯৩৬-১৯৩৮)  সময়কালীন লাখ লাখ লোককে হত্যার কথা উল্লেখ করেন। এই ভাষণটি গোপন রাখা হলেও দ্রুত পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বে আলোড়ন তোলে। ১৯৪০ সালে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক শহরের কাছে কাতিনে ২২ হাজার পোলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। এই গণহত্যার জন্য স্ট্যালিনকে দায়ী করেছে খোদ রাশিয়া।


 

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, আরও বেশি সরকারি দলিল, নথি এবং আর্কাইভ উন্মুক্ত হতে থাকে । এতে করে স্ট্যালিনের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক প্রমাণ সামনে আসে এবং তার অপরাধের পরিসর সারা বিশ্বের সামনে আরও স্পষ্ট হয় । কিছু সোভিয়েত গোপন নথি ও গবেষণানুযায়ী, স্ট্যালিনযুগে সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসা ও শ্রমিক শিবিরে প্রায় ২ কোটি মানুষ নিহত হয়েছে। এছাড়াও অত্যাচারের শিকার হয়েছে প্রায় ৪ কোটি মানুষ। জারের অত্যাচার থেকে বাঁচতে যে মানুষগুলো একসময় কমিউনিস্টদের সমর্থন দিয়েছিল, পরবর্তীতে তারাই স্ট্যালিনের আমলে জারের আমলের চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। তার নির্যাতনের হাত থেকে বাদ যায়নি কমিউনিস্ট পার্টির আদর্শবাদী শীর্ষস্থানীয় নেতা থেকে বেসামরিক আমলা এবং নিজস্ব সামরিক বাহিনীর কর্মকর্তা পর্যন্ত।

 

                               

সিংহ আজ কথা বলতে শিখে নি বলে, 
সিংহ শিকারীর সাহসিকতার গল্পই সবার কাছে বিদিত । 

        

                                                                                    





 

Comments

    Please login to post comment. Login