একটি ঘটনা ঘটার পর সেই ঘটনার পেছনের কার্যকারণ জানতে বা উদ্ঘাটন করতে সময়ের প্রয়োজন হয়। প্রাথমিক ভাবে ঘটনার যা অর্থ মনে হয়, ভালো মত তালাশ করলে সেই অর্থ পালটে যায়। ঘটনার নতুন এক অর্থ তৈরি হয়। আবারও যদি সেই ঘটনার উপর তালাশ চালিয়ে যাওয়া হয়, সময়ের ব্যবধানে সেই ঘটনা সম্পর্কে নতুন তথ্য আবিষ্কৃত হতে থাকে। ঘটনার প্রকৃত বাস্তবতা আবারো পাল্টে যাবার সম্ভাবনা তৈরি হয়। আবার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে ঘটনার ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হয়।
মানবজীবন নানান ঘটনার সমাহার। যেকোনো ঘটনা সম্পর্কে তুলনামূলক ভালো ধারণা ও অভিজ্ঞতা লাভের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন । এজন্য বয়স্ক ব্যক্তি তার দীর্ঘজীবনের পর্যবেক্ষন ও অভিজ্ঞতার ফলে যে দুরদৃষ্টি অর্জন করেন সেটাকে যথাযথ মূল্যায়ন করা উচিত। তাদের পরামর্শের গুরুত্ব দেয়া উচিত।
বয়স্ক ব্যক্তির মতামত, যুবকের চাক্ষুস জ্ঞানের থেকে উত্তম