............ স্বপন বিশ্বাস
আমি যদি শূদ্র হই, তুমি যদি জেলে হও, তবে সে কেন ব্রাহ্মণ আর কেন ঋষি? জন্মের ভিন্নতায় কারো উচ্চতা, কারো নীচতা—এ কিসের নিয়ম? কে তৈরি করেছে এই অদৃশ্য সিঁড়ি, যেখানে একপাশে আলো, অন্যপাশে অন্ধকার?
আমি মানি না জন্মের শেকল। মানুষ মানুষকেই চিনবে কাজে, ভালোবাসায়, সহমর্মিতায়। ধর্মের সত্য আসন তো সেখানে, যেখানে ক্ষুধার্তকে ভাত মেলে, যেখানে তৃষ্ণার্তকে জল মেলে, যেখানে দুর্বল কাঁধে হাত রাখে আরেক শক্ত কাঁধ।
ব্রাহ্মণ যদি জ্ঞান দেয়, ঋষি যদি প্রার্থনা শেখায়—তাহলে জেলে-শ্রমিকও তো জীবন শেখায়, শূদ্রও তো ঘাম দিয়ে পৃথিবী গড়ে। তবে কেন ভেদাভেদ?
আমি বিদ্রোহ করি অসমতার বিরুদ্ধে, মানুষকে ছোট করার মিথ্যে দম্ভের বিরুদ্ধে। আমার আগুন কারও বিশ্বাস পোড়াবে না, পোড়াবে শুধু অন্যায়কে। আমার বিদ্রোহ কারও আচারকে ভাঙবে না, ভাঙবে শুধু অহংকারকে।
কারণ সত্য একটাই—সবাই আগে মানুষ, তারপরই ধর্মের পরিচয়।
171
View