সময় নষ্ট করো না, বন্ধু,
প্রতিটা ক্ষণ অমূল্য রত্ন।
কালকে ভাবো না, আজকে ধরো,
মুহূর্তগুলো হাতছাড়া করো না।
স্বপ্ন বুনো, মন ভরো আশা দিয়ে,
হাসি ছড়িয়ে দাও, জয় করো দিনে।
সময় নষ্ট করো না, জীবনের গান বাজাও,
প্রতিটি মুহূর্তে জীবনকে ভালোবাসো।

সময় নষ্ট করো না, বন্ধু,
প্রতিটা ক্ষণ অমূল্য রত্ন।
কালকে ভাবো না, আজকে ধরো,
মুহূর্তগুলো হাতছাড়া করো না।
স্বপ্ন বুনো, মন ভরো আশা দিয়ে,
হাসি ছড়িয়ে দাও, জয় করো দিনে।
সময় নষ্ট করো না, জীবনের গান বাজাও,
প্রতিটি মুহূর্তে জীবনকে ভালোবাসো।
