চলতি বছরের বেইলি গিফোর্ড প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছে ১২টি বই। বিচারকরা ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ৩৫০টিরও বেশি ননফিকশন বই থেকে এই তালিকাটি তৈরি করেছেন।
এবারের দীর্ঘ তালিকায় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক সময়কালকে অন্বেষণ করে এমন জীবনী এবং আখ্যানমূলক ইতিহাসের বই প্রাধান্য পেয়েছে। তালিকায় থাকা ১২টি বইয়ের মধ্যে ৯টি সাংবাদিকদের লেখা। এদের মধ্যে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের লেখক জেসন বার্ক এবং বিবিসির যুদ্ধ সংবাদদাতা লাইস ডুসেটও রয়েছেন।
এদিকে ২ অক্টোবর বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। নভেম্বরে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী লেখক পাবেন ৫০ হাজার পাউন্ড। আর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকেই ৫ হাজার পাউন্ড পাবেন।
উল্লেখ্য, বেইলি গিফোর্ড প্রাইজ ননফিকশনের জন্য বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আগে এটি স্যামুয়েল জনসন প্রাইজ নামে পরিচিত ছিল। ইংরেজি ভাষায় সেরা ননফিকশন বইয়ের জন্য প্রতি বছর ব্রিটেন থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের লেখক এটি পেতে পারেন।
২০২৫ সালের বেইলি গিফোর্ড প্রাইজের দীর্ঘ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. লাইস ডুসেট - 'দ্য ফাইনেস্ট হোটেল ইন কাবুল'
২. ফ্রান্সেস উইলসন - 'ইলেক্ট্রিক স্পার্ক'
৩. অ্যাডাম ওয়েমাউথ - ‘লোন উলফ’
৪. টম ম্যাকট্যাগ - 'বিটুইন দ্য ওয়েভস'
৫. জাস্টিন মারোজ্জি - 'ক্যাপ্টিভস অ্যান্ড কম্পানিয়ন্স'
৬. ইয়ুন লি - 'থিংস ইন ন্যাচার ম্যারেলি গ্রো'
৭. ইয়ান লেসলি - 'জন অ্যান্ড পল'
৮. অ্যাডাম লেবোর - 'দ্য লাস্ট ডেজ অব বুদাপেস্ট'
৯. রিচার্ড হোমস - 'দ্য বাউন্ডলেস ডিপ'
১০. হেলেন গার্নার - 'হাউ টু এন্ড অ্যা স্টোরি'
১১. বারবারা ডেমিক - 'ডটারস অব দ্য ব্যাম্বু গ্রোভস'
১২. জেসন বার্ক - 'দ্য রেভ্যুলুশনিস্টস'