তুমি মেঘ হয়ে ভাস আকাশে,
আমি ধানের চাড়ায় শিশির বিন্দু।
তুমি কবি হয়ে ভাবো এক মনে,
আমি সেই কবিতার ছন্দ।
প্রেম তুমি পাখি হলে হবো
তোমার ডানা।
ভালোবাসার ঘর বানাবে
করবো না মানা।
তারায় তারায় ভালো লাগা,
ভালবাসার ভয়,
বিষে বিষে হয় গো বন্ধু
বিষও বিষক্ষয়।
মনে নদির জোয়ার ভাটা
উথাল পাথাল ঢেউ,
বুকের ব্যাথা বুকে মিশাই
বুঝলো না তো কেউ।
নাওয়ের মাঝি গান গেয়ে যায়
বইঠা নিয়ে হাতে,
বেহায়া এই মনটার লাগি
লাগলো কালি জাতে।
ভালো যদি চাওগো বন্ধু
কইরো দেখা রাতে
পাখি হইয়া উরাল দিবো
সখা তোমার সাথে।
54
View
Comments
-
Fatema Akhter
3 months ago
আমি নরসিংদীর মেয়ে
-
Fatema Akhter
3 months ago
তোমারা যারা কবিতাটি পরবে একববার বলে যেও তুমি কোন জেলার।