Posts

নিউজ

১০ বছর পর প্রেমের উপন্যাস নিয়ে ফিরছেন চেতন ভগত

September 5, 2025

নিউজ ফ্যাক্টরি

306
View

এক দশক পর পাঠকদের জন্য নতুন একটি রোমান্টিক উপন্যাস নিয়ে আসছেন ভারতীয় লেখক চেতন ভগত। গত সপ্তাহে হারপার কলিন্স ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক এই উপন্যাসের টিজার পোস্ট করেছে।      

‘12 Years: My Messed-up Love Story’ নামের এই উপন্যাসে ৩৩ বছর বয়সী ডিভোর্সি একজন লোকের সঙ্গে মাত্র ২১ বছর বয়সী এক তরুণীর প্রেমের গল্প বলা হয়েছে। বইটি ১ অক্টোবর প্রকাশিত হবে।     

হারপার কলিন্স ইন্ডিয়া লিখেছে, ‘তার (ছেলেটির) বয়স ৩৩। তার (মেয়েটির) বয়স ২১। তার (ছেলেটির) বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার (মেয়েটির) কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। ছেলেটি পাঞ্জাবি। মেয়েটি জৈন। তাদের একসঙ্গে হওয়া উচিত নয়... কিন্তু তারা আলাদা থাকতে পারে না।’  

এদিকে চেতন ভগত এক্সে দেওয়া এক পোস্টে নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দেওয়ার পাশাপাশি বইয়ের কভারও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "১০ বছরেরও বেশি সময় পর, অবশেষে আমি একটি প্রেমের গল্প নিয়ে এসেছি। ‘12 Years: My Messed-up Love Story’ উপন্যাসটি আমার হৃদয়ের খুব কাছের এবং এটি আমার লেখা সেরা বইগুলোর মধ্যে একটি।"  

উল্লেখ্য, ৫১ বছর বয়সী চেতন ভগত ব্যাংকার থেকে জনপ্রিয় লেখকে পরিণত হয়েছেন। যদিও তার বই কখনও সাহিত্যিক প্রশংসা অর্জন করতে পারেনি, তবে তার লেখা বেশিরভাগ বই বেস্টসেলারের তালিকায় ছিল। তার উপন্যাস অবলম্বনে বলিউডে সিনেমাও বানানো হয়েছে। এক্ষেত্রে তার ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ উপন্যাসের কথা বলা যায়। এই উপন্যাস নিয়ে ব্লকবাস্টার মুভি ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) বানানো হয়েছে। 

সূত্র: টাইমস নাও, দ্য ন্যাশনাল   

Comments

    Please login to post comment. Login