গগণে শশধর দেখিয়া
নেত্র আমার যায় জুড়িয়া
তিমির রজনীতে অগাধ সিন্ধুর পাড়ে
শুনি বসে নিঃসঙ্গে
উর্মির যত কথোপকথন,
'বৈরতা নয় ঔদার্য দেখাও
প্রভাকরের দীপ্তি শশীর জ্যোতির ন্যায়।'
ত্রিভূবনে এসেছো, হে পথিক
চরন ধূলায় উড়াবে
কেতন, স্বাধীন মৃত্তিকায়।
অশুভ দৃষ্টি যাক ধূয়ে জলধর পথে
জীবন সায়াহ্নে হোক তা বাধাহীন,
অরন্যে বেড়ে উঠুক তরু
সরোজ ফোটুক তটিনীতে
সাজুক বসুন্ধরা সবুজ শ্যমলে
এটাই হোক প্রার্থনা।
.............. ধন্যবাদ।