Posts

কবিতা

বসুন্ধরা ও প্রার্থনা

September 6, 2025

মো. গোলাম কিবরিয়া

49
View

গগণে শশধর দেখিয়া
নেত্র আমার যায় জুড়িয়া
তিমির রজনীতে অগাধ সিন্ধুর পাড়ে
শুনি বসে নিঃসঙ্গে
উর্মির যত কথোপকথন,
'বৈরতা নয় ঔদার্য দেখাও
প্রভাকরের দীপ্তি শশীর জ্যোতির ন্যায়।'

ত্রিভূবনে এসেছো, হে পথিক
চরন ধূলায় উড়াবে 
কেতন, স্বাধীন মৃত্তিকায়।
অশুভ দৃষ্টি যাক ধূয়ে জলধর পথে
জীবন সায়াহ্নে হোক তা বাধাহীন, 
অরন্যে বেড়ে উঠুক তরু
সরোজ ফোটুক তটিনীতে
সাজুক বসুন্ধরা সবুজ শ্যমলে
এটাই হোক প্রার্থনা।
.............. ধন্যবাদ।

Comments

    Please login to post comment. Login