নুরা পাগলা
.......... স্বপন বিশ্বাস
আমি মরিতে নয়—
জন্মেছিলাম চিনতে পৃথিবী,
কোন মুখোশের আড়ালে মানুষ
আর কোন মুখোশহীনেই পাগল?
লোকেরা হাসে,
কেউ বলে উন্মাদ,
কেউ বলে ভবঘুরে,
কিন্তু কে জানে—
আমার চোখেই ধরা পড়ে
শহরের সব থেকে গোপন সত্য।
আমি তো পাগল নই
,আমি আকাশের বুক ছুঁয়ে দেখি
কোন তারায় লুকানো অশ্রু,
আমি মাটির গন্ধে চিনে নিই
মানুষের নকল মুখোশ।
............