Posts

নিউজ

এই সপ্তাহে আসছে 'ভিঞ্চি কোড' এর নায়ককে নিয়ে ড্যান ব্রাউনের নতুন বই

September 6, 2025

নিউজ ফ্যাক্টরি

242
View

ড্যান ব্রাউনের অ্যাডভেঞ্চার ও অপরাধবিষয়ক বেস্টসেলিং উপন্যাস ‘দ্য দা ভিঞ্চি কোড’ এর নায়ক রবার্ট ল্যাংডনের ভক্তদের জন্য সুখবর। মার্কিন এই থ্রিলার লেখকের নতুন বইয়ে তাকে আবার দেখা যাবে। ফলে দীর্ঘ ৮ বছরের বিরতির পর পাঠকদের সামনে ফিরে আসছেন তিনি। এই উপন্যাসটি হবে রবার্ট ল্যাংডন সিরিজের ষষ্ঠ বই।       

'দ্য সিক্রেট অব সিক্রেটস' শিরোনামের নতুন উপন্যাসটি ৯ সেপ্টেম্বর প্রকাশিত হবে। বইটি ডিসকাউন্টে কিনতে চাইলে অ্যামাজন অথবা বার্নস অ্যান্ড নোবেলে প্রি-অর্ডার করতে হবে।   

রবার্ট ল্যাংডন সিরিজের সর্বশেষ বই ছিল 'অরিজিন'। এটি ২০১৭ সালে প্রকাশিত হয়। এই সিরিজের প্রথম বইটি ছিল ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’। এটি ২০০০ সালের গোড়ার দিকে প্রকাশিত হয়েছিল। ২০০৩ সালে প্রকাশিত সিরিজের দ্বিতীয় বই ‘দ্য দা ভিঞ্চি কোড’ এর মাধ্যমে বাজিমাত করেন ড্যান ব্রাউন। বিশ্বজুড়ে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। বইটি দ্রুতই বেস্ট সেলারের তালিকার শীর্ষে উঠে আসে। 

রবার্ট ল্যাংডন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস সিম্বোলজির (ধর্মীয় প্রতীকবিদ্যা) অধ্যাপক। এই বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বিভিন্ন রোমাঞ্চকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর তিনি এই ঘটনাগুলোর রহস্য উন্মোচন করেন। এই চরিত্রকে কেন্দ্র করে ড্যান ব্রাউন এর আগে ৫টি উপন্যাস লিখেছেন। এগুলো হলো, ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ (২০০০), ‘দ্য দা ভিঞ্চি কোড’ (২০০৩), ‘দ্য লস্ট সিম্বল’ (২০০৯), ‘ইনফার্নো’ (২০১৩), ‘অরিজিন’ (২০১৭)।

যারা উপন্যাসগুলো পড়েননি, তারা সম্ভবত ‘দ্য দা ভিঞ্চি কোড’ অবলম্বনে একই নামের হলিউড মুভিটি দেখেছেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই ছবিতে রবার্ট ল্যাংডন চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।    

Comments

    Please login to post comment. Login