নান্দনিকপুর নামের ছোট্ট গ্রামের ছেলে শান্ত—সাধারণ কৃষক পরিবারের সন্তান, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। অভাব, কষ্ট আর প্রতিকূলতা তাকে থামাতে পারেনি।
📖 গ্রামের মাটির স্কুল থেকে শুরু করে শহরের মঞ্চ পর্যন্ত—কীভাবে সে হয়ে উঠল গ্রামের গর্ব, সমাজের প্রেরণা আর আলোর পথের পথিক, সেই গল্পই বলা হয়েছে এখানে।
💡 এটি শুধু একজন ছেলের গল্প নয়, এটি গ্রাম, শিক্ষক, সমাজ আর মানুষের হৃদয়ের গল্প।
এখানে আছে সংগ্রাম, আছে ভালোবাসা, আছে স্বপ্নের জয়যাত্রা।
পড়তে শুরু করলে শেষ না করে ওঠা যাবে না…
This is a premium post.