বাড়িটা দুজন একসাথে ছেড়েছিলাম
তুমি ভর্তি হলে কলেজে আর আমি হলাম পুলিশে
তুমি পেলে জীবনের আনন্দময় সময়
আর আমি পেলাম জীবনের সবচেয়ে কষ্টের সময়।
তোমার দিন শুরু হয় সকাল 10 টায়
আর আমার দিন শুরু হয় ভোর 4টায়
তোমার দিন কাটতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে
আর আমার দিন কাটতো ঘামে ভেজা শরীর দিয়ে,
তুমি পেলে বেষ্ট কোম্পানির জব,আর
আমি পেলাম দেশ রক্ষাথে অস্ত্র সব
তুমি পেলে সপ্তাহে দুদিন আর ঈদে পরিবারের সাথে থাকার সুযোগ
আর আমি যখন ছুটি যেতাম তখনই আমার আর আমার পরিবারের ঈদ।
তোমার মা বলতো তাড়াতাড়ি বাড়ি আসিস।
আর আমার মা বলতো বাবা সাবধানে থাকিস।
161
View