Posts

নন ফিকশন

চারিদিকে হাহাকার

September 7, 2025

Shassue mllah

179
View

বাড়িটা দুজন একসাথে ছেড়েছিলাম
তুমি ভর্তি হলে কলেজে আর আমি হলাম পুলিশে
তুমি পেলে জীবনের আনন্দময় সময়
আর আমি পেলাম জীবনের সবচেয়ে কষ্টের সময়।
তোমার দিন শুরু হয় সকাল 10 টায়
আর আমার দিন শুরু হয় ভোর 4টায়
তোমার দিন কাটতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 
আর আমার দিন কাটতো ঘামে ভেজা শরীর দিয়ে, 
তুমি পেলে বেষ্ট কোম্পানির জব,আর
আমি পেলাম দেশ রক্ষাথে অস্ত্র সব
তুমি পেলে সপ্তাহে দুদিন আর ঈদে পরিবারের সাথে থাকার সুযোগ
আর আমি যখন ছুটি যেতাম তখনই আমার আর আমার পরিবারের ঈদ।
তোমার মা বলতো তাড়াতাড়ি বাড়ি আসিস।
আর আমার মা বলতো বাবা সাবধানে থাকিস।

Comments

    Please login to post comment. Login