তুমিও কী আমার মতো নতুন এসেছো?
-হুম।
আমি কিছুদিন আগে এসেছি। আমি তোমার পাশের ফ্ল্যাটে থাকি কিছু লাগলে বলবে।
তোমার নাম টা কী জানা হল না তো?
-মাহা।
আমার নাম অনুদিয়া। আমি এখন আসি দেরি হয়ে যাচ্ছে। পরে দেখা হবে।
-আজ যেন অন্তত কাজটা পেয়ে যায়। এত কষ্ট করে এই পর্যন্ত এসেছি।
এখানে মাহা রয় কে আছেন স্যার ভেতরে আসুন।
-মে আই কামিং স্যার?
কামিং।
এখানে এক মাস ট্রেনিং চলবে, ট্রেনিং পর মোট দশ জন কে কাজে রাখা হবে। তো সবাই মন দিয়ে কাজ করবেন। আগামী কাল থেকে ট্রেনিং শুরু হবে। সময় মতো সবাই চলে আসবেন।
- -হ্যালো আণ্টি।
- মাহা ঠিকঠাক পৌঁছে গেছিস তো তুই? আর কাজ কী হয়েছে?
- -না। এক মাস ট্রেনিং চলবে। তারপর যার কাজ ভালো হবে তাকে কাজে নেওয়া হবে।
- তুই মন দিয়ে কাজ করিস বুঝেছিস।
- -হ্যাঁ।
- কালকে কথা হবে তুই এখন কিছু খেয়ে শুয়ে পর।
-আণ্টি তোমার সাথে কিছু কথা ছিল।
হ্যাঁ বল কী বলবি।
- -আমি যে নিউজিল্যান্ড এ এসেছি ওরা যেন কেউ জানতে না পারে। আমি নিজের মতো একটু বাঁচতে চাই।
- তুই চলে যাবার পর দীপ্ত এসেছিল তোর খোঁজে। তোকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। দীপ্তর বাবা-মা এসেছিল ক্ষমা চেয়ে গেছেন তোর আঙ্কেল এর কাছে। ওদের আমি এবাড়িতে আসতে বারণ করে দিয়েছি।
- তোর সঙ্গে যে ওরা এই রকম খারাপ ব্যবহার করবে আমি ভাবতে পারিনি।
-আণ্টি আমি এখন রাখছি। মনে হয় ডেলিভারি দিতে এসে।
হ্যাঁ রাখ।
-অনুদিয়া তুমি।
তুমি নতুন এসেছো এখানে কিছু জানোনা আমি কিছু খাবার নিয়ে এসেছি এগুলো নাও।
তুমি কি কালকে ফ্রি আছো। তাহলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব।
-না। কাল তো হবে না। রবিবার দিন ছুটি আছে আমার।
তাহলে ওই দিন যাব। অনেক রাত হয়ে গেছে আমি আসি এখন।
-ও সরি আমি দেখতে পায়নি। একটু তাড়াতাড়িতে ছিলাম তো।
It's ok.
আমি দাঁড়ান আমি কুড়িয়ে দিচ্ছি পেপার গুলো।
না থাক আপনি যান আপনার দেরি হয়ে যাবে।
আমি নিয়ে নেব।
-আমি তাহলে গেলাম।
হুম।
স্যার আপনার মিটিং আছে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলুন।
হ্যাঁ চলো।