ভাইয়া তুমি কী মাহার সঙ্গে দেখা করবে না? তুমি একবার তো গিয়ে দেখা করে আসতে পারো।
আমি এখন ওকে নিজের পরিচয় দিতে পারবো না। সময় হলে আমি ঠিক দেখা করবো।
তুমি যা ভালো বোঝো তাই না হয় হোক। কিন্তু বেশি দেরি করোনা। একবার মাহাকে তুমি হারিয়েছো ও যখন দ্বিতীয় বার তোমার জীবনে ফিরে এসেছে আর ওকে হারিয়ে যেতে দিওনা।
হ্যাঁ। আমি ওকে আর দূরে যেতে দেবোনা।
মা খাবার পাঠিয়েছে তোমার জন্য। খেয়েনেবে সময় মতো। বলছি যে ভাইয়া ইয়ান আসেনি আজ আসেনি অফিসে?
না। ছুটিতে আছে।
আমার ইয়ানের সাথে অফিসের কিছু কাজ নিয়ে কথা আছে। ইয়ান কী বাড়িতে আছে তুমি কী কিছু জানো?
ইয়ান আমার ফ্রেন্ড হয় লিমা তুমি ওকে বিরক্ত করা বন্ধ কর। তাছাড়া ইয়ানের গার্ল ফ্রেন্ড আছে তুমি তো জানো তাহলে ওর পেছনে কেন পড়ে আছো কেন? আমার একটা সম্মান আছে লিমা। আমি যেন তোমার নামে ওর কাছ থেকে আর কোনো রকম কথা না শুনতে পাই। যদি অফিসের কোনো কাজ থাকে সেটা অফিসে বসেই করবে। একটা কথা ভালো করে শুনে নাও ইয়ানের আজকে এঙ্গেজমেন্ট আছে তাই ও আসেনি। কিছু দিন পর ও বিয়ে করে নতুন জীবন শুরু করবে।
নিজেকে ঠিক কর তুই। আমি তোর জন্য বাড়ি যাওয়ার ব্যবস্থা করে রেখেছি। মম কিছুদিন এখানে থাকবে। মম কে বলে রেখেছি আমি তুই মম এর সাথে দেশের বাড়িতে ফিরে যাবি এখানে থাকার দরকার নেই তোর।
কিন্তু ভাইয়া আমি ইয়ান…..
আমি তোমার মুখ থেকে ইয়ান এর নামে কোনো কথা শুনতে চাই না।
তোমার অফিসে আসার দরকার নেই আর।
ফ্ল্যাট এর টিকিট বুক করে রেখেছি আমি। যা যা লাগবে গুছিয়ে রাখো।
ভাইয়া…😭
এখানে দাঁড়িয়ে থেকো না বাড়ি যাও।
--------------------------------------------
-অনুদিয়া তুমি এখানে একা বসে আছো কেন?
মাহা তুমি এখানে।
-তুমি যে বললে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে।
তোমার তো অফিস আছে তুমি যাবে না।
-আজ তাড়াতাড়ি ছুটি হয়েগেছে। তাই তোমার সাথে যাব বলে তোমার ফ্ল্যাটে গিয়েছিলাম কিন্তু তুমি তো এখানে বসে আছো।
মাহা আজকে আমার ভালো লাগছে না।
-ঠিক আছে তোমায় আমাকে নিয়ে যেতে হবে না আমি তোমাকে নিয়ে যাব। চলো।
কিন্তু
-কোনো কিন্তু নয় চলো