টেনিস কিংবদন্তি বিয়র্ন বর্গ তার আসন্ন স্মৃতিকথায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
'হার্টবিটস' নামের এই স্মৃতিকথাটি ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হবে। তবে বইয়ের কিছু অংশ আগেই প্রকাশ্যে চলে এসেছে। এই বইয়ে বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ২০২৩ সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়া, সে সময়ে তার অনুভূতি এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত লিখেছেন। বইটি প্রকাশ করবে ডাইভারশন বুকস।
নতুন এই স্মৃতিকথায় বর্গ লিখেছেন, ‘ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে বিকল্প কোনো উপায় থাকে না। আমার শরীরে কোনো উপসর্গ ছিল না। রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে আমার প্রস্টেট ক্যানসার হয়েছে। আমি তখন একদম অ্যাডভান্সড স্টেজে।’
তিনি জানিয়েছেন, ২০২৪ সালে তার অস্ত্রোপচার হয়েছিল এবং এখন ক্যান্সার থেকে সেরে উঠছেন। তবে প্রতি ছ’মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে, যাতে ক্যানসার আবার ছড়াতে শুরু করলেই ধরা যায়।
৬৯ বছর বয়সী সাবেক এই খেলোয়াড় লিখেছেন, 'এখন আমার ক্যান্সারে নতুন একজন প্রতিপক্ষ আছে - যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমি তাকে হারাতে যাচ্ছি। আমি হাল ছাড়ছি না। আমি প্রতিদিন উইম্বলডনের ফাইনালের মতো লড়াই করি।'
সুইডিশ টেনিস তারকা বিয়ন বর্গ ১৯৭০ এর দশকে কিশোর বয়সে টেনিস জগতে পা রাখেন। ১৮ বছর বয়সে তিনি ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। এরপর তিনি আরও পাঁচটি ফ্রেঞ্চ ওপেন এবং ৫টি উইম্বলডন শিরোপা জয় করেন। ১৯৮৩ সালে ২৬ বছর বয়সে অবসর নিয়ে তিনি সবাইকে চমকে দেন। তবে ১৯৯০ এর দশকের গোড়ার দিকে টেনিসের জগতে তার প্রত্যাবর্তনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
উল্লেখ্য, বিয়ন বর্গ এর আগেও ‘দ্য বিয়র্ন বর্গ স্টোরি’ এবং ‘মাই লাইফ অ্যান্ড গেম’ নামের দুটি স্মৃতিকথা লিখেছেন। এই দুটি বইয়ে তার সহ লেখক ছিলেন মার্কিন টেনিস খেলোয়াড়, লেখক এবং প্রকাশক ইউজিন এল. স্কট।