নিয়ম না মানা যেন কৃতিত্ব,
কারচুপি এখন বড় আর্ট।
কাণ্ডজ্ঞানহীন স্বেচ্ছাচারিতা
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে।
গড়পড়তার চড়া বাজারে,
দক্ষতা ধুঁকে ধুঁকে মরে।
লাইক আর ভিউ কাউন্ট
যখন শিল্পের মাপকাঠি,
অতিরঞ্জিত তখন স্বাভাবিক।
একটু ট্রেন্ডি না হলে ব্যুমার,
ডিজিটাল স্মার্ট নয়তো আউট অফ ডেইট।
কোয়ান্টিটি ওভার কোয়ালিটি,
গড্ডালিকা প্রবাহে ভেসে যায় বিবেক।
আড়ালে লুকিয়ে থাকে মিথ্যা ভান।
বলার মতো কিছু নেই,
তবু তারা বলে যায়।
শোনার মতো কিছুই নেই,
তবুও তারা শোনায়।
শব্দ শুধুই অলংকার মাত্র।
এভাবে কিছু হয় না;
তবে কি পরিবর্তন চাওয়াটাই বৃথা গেল!
গৎবাঁধা মুখস্ত আওড়ানো শব্দগুলি শূন্যতায় ভরা,
অসংলগ্ন ভাঙা রেকর্ড যেন।
জানি, সব কিছু সবার জন্য নয়,
কথা শেখার আগেই ভুলে গেছি কী বলতে হয়।
নিজের সঙ্গে লড়ি প্রতিনিয়ত,
শেষটা একই রকম;
বিষাক্ত, ভঙ্গুর।
প্রতিবারই হেরে যাই,
এ যেন স্ববিরোধী এক গভীর চক্র।
