তোমাকে দেখে সেই
প্রথম দিনে রেখেছি,
আমারি বুকের গহীনে।
তোমার কাজল কালো
চোখের পরশে,
আমি হয়েছি মাতাল ।
তোমার সেই মুখের হাসি
কি অপরূপ চমৎকার,
দেখে আমি হয়েছি
তোমারি প্রেমের কাঙ্গাল ।
ওগো সেই অপরূপা
আমি প্রথম দেখাতে
হারিয়েছি তোমারি
মায়া জালে।
পাবো না জেনেও
তোমার প্রতি নেই,,
আমার কোনো অভিযোগ।
কারন আমি তোমারে
ভালোবেসে হয়েছি কবি।
যাকে আমার প্রথম
দেখাতে লেগেছিলো ভালো
তুমি সেই অপরূপা,
যাকে আমি অনেক ভালোবাসি।
📙🖋️ জাহিদুল ইসলাম বিজয়