প্রকৃতি যেন মায়ের মতো,
আলিঙ্গনে তার পাই যত।
শিশির ভেজা সকালের গান,
আলোয় ভরে ওঠে প্রাণ।
গ্রীষ্ম আসে রোদ্দুর হাতে,
খরতাপে পথ পুড়ে যায় রাতে।
তবু কদম ফোটে বৃষ্টির টানে,
শান্তি নামে ধানক্ষেতখানে।
বর্ষার নদী ফুলে ফুলে ভরা,
মাঠের বুক ভিজে যায় সারা।
কাকের ডাক, দোয়েলের সুর,
আনন্দে ভরে ওঠে ধূলি-ধূসর।
শরৎ আসে সাদা মেঘ নিয়ে,
কাশবনে হাওয়া নাচে দিয়ে।
নদীর জলে আকাশ হাসে,
মন ভেসে যায় নীল আবেশে।