Posts

নিউজ

কলিন হুভারের নতুন থ্রিলার আসছে ২০২৬ সালে

September 10, 2025

নিউজ ফ্যাক্টরি

72
View

মার্কিন উপন্যাসিক কলিন হুভারের ভক্তদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। সম্প্রতি বেস্টসেলিং এই লেখক নতুন উপন্যাস লেখার ঘোষণা দিয়েছেন। ফলে তিন বছর পর পাঠকেরা তার নতুন কোনো উপন্যাস পড়তে পারবেন। 

‘ওম্যান ডাউন’ নামের উপন্যাসটি ২০২৬ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত হবে বলে জানা গেছে। বইটি তার অন্যান্য প্রেমের গল্পগুলোর থেকে একটু আলাদা। 

তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘এটি একটি থ্রিলার, সম্ভবত এখন পর্যন্ত আমার লেখা সবচেয়ে ডার্কেস্ট বইগুলোর মধ্যে একটি। এই বইটি বের করতে আমার কিছুটা সময় লেগেছে। আমার বইয়ের জন্য এতদিন ধরে ধৈর্য্য ধরা এবং আমাকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই।'  

হুভার ২০১২ সালে ‘স্ল্যামড’ উপন্যাসের মাধ্যমে লেখালেখির জগতে আত্মপ্রকাশ করেন।এরপর দুটি সিক্যুয়েল ‘পয়েন্ট অব রিট্রিট’ এবং ‘দিস গার্ল’ প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি ‘ইট এন্ডস উইথ আস’ উপন্যাসটি প্রকাশ করেন। উপন্যাসটি ভালোই বিক্রি হয়েছিল। তবে ২০২১ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ভক্তরা এই বইটির প্রচারণা চালানোর পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।  

টিকটক ব্যবহারকারীরা তার বেশ কয়েকটি বইকে বেস্টসেলার করতে সাহায্য করেছে। ‘ইট এন্ডস উইথ আস’ উপন্যাস অবলম্বনে হলিউড সিনেমা তৈরি হয়। এতে অভিনয় করেছেন জাস্টিন বালডোনি এবং ব্লেক লাইভলি। 

উল্লেখ্য, কলিন হুভার ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি মূলত রোমান্টিক এবং ইয়ং অ্যাডাল্ট ফিকশন লিখে থাকেন। ৪৫ বছর বয়সী এই লেখক 'ইট এন্ডস উইথ আস' উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত।

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login