Posts

চিন্তা

ছোট ছোট বালুকণা

September 12, 2025

ইহতেমাম ইলাহী

53
View

ছোট ছোট বালুকণা

আমি জান্নাতে এক ব্যক্তিকে দেখতে পেলাম, খুবই স্বাচ্ছন্দ্যে ও    সুখে-শান্তিতে ঘোরাফেরা করছে। কারণ সে রাস্তা থেকে একটি গাছ কেটে           

                ফেলে দিয়েছে, যা মানুষকে কষ্ট দিত। 

                                                       (সহীহ মুসলিম)


সবাই দেশের, সমাজের বড় বড় কাজগুলোর কর্মী হতে উৎসাহ বোধ করে। আবার সরাসরি কর্মী হতে না পারলেও অন্তত দর্শক হয়ে সেই কাজের সাথে নিজেকে জুড়ে রেখে মানসিক তৃপ্তি খুঁজে কেউ কেউ । কিন্তু বড় বড় গুরুত্বপুর্ণ কাজগুলোতে অবদান রাখার সুযোগ সবসময় সবার হয় না এবং হবে না– এটাই স্বাভাবিক। এর বিপরীত দিকে, ছোট ছোট দরকারি অনেক কাজ মানুষের নজরে পড়ে না। ছোট ছোট ভালো কাজগুলোকে সবাই করার উপযুক্তও মনে করে না। অপ্রয়োজনীয় কিংবা সময় নষ্ট হবে, এমন ভেবে বসে । বাস্তবে, মানুষের চোখে ক্ষুদ্র– এমন কাজগুলো করার জন্য একজনের নিরহংকার থাকার গুণ, হৃদয়ের নমনীয়তা, আন্তরিকতা ও প্রশস্ত মানসিকতা থাকতে হয়। কাজ ক্ষুদ্র হলেও একজন মানুষের এই বৈশিষ্ট্যগুলো সত্যিই অমূল্য। 

                                        যদি বড় কিছু করতে না পারো, 

                      তাহলে ছোট ছোট কাজ খুব ভালোভাবে করো


 

                                    একটি বীজ হয়তো খুব ছোট,    

                             কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা।                     

                   তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো!

                                            (আদিব হুজুর হাফিযাহুল্লাহ)


 

বিন্দু বিন্দু জল                               
 

ছোট ছোট ভালো অভ্যাস  একদিন বড় বড় যোগ্যতার জন্ম দেয়। আল্লাহ সেই কাজই পছন্দ করেন যা নিয়মিত করা হয়, যদিও তার পরিমাণ স্বল্প হয়। 


 

                                 “আমি তাকে মোটেও ভয় পাই না যে  

                                 এক সহস্র রকম কিক আয়ত্ত্ব করেছে,

                                              বরং তাকে ভয় পাই যে 

                                সহস্রদিন একটি  কিক প্রাকটিস করেছে।” 

                                                      (ব্রুস লি)




 

Comments

    Please login to post comment. Login