Posts

চিন্তা

জ্বলে থাকতে চাই চিরকাল

September 12, 2025

BD Army Girl

70
View

জীবন মানুষের কাল্পনিক জগৎকে বাস্তবে নিয়ে যায়

আর আলোয় আলোকিত করে রাখে

তবে এর জন্য জীবনকে অনেক দাম দিতে হয়

গন্তব্যে যাওয়ার পথে মানুষকে কতবারই না হোঁচট খেতে হয়!

আমাদের শরীর কখনো কেটে যায়,

কখনো ছিলে যায়,

কখনো খাদে পড়ে হাত-পা ভেঙে যায়,

শিলা বৃষ্টির আঘাতে কখনো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকি।

তবুও

ক্ষীণ শক্তি নিয়ে এগোতে দেখা যায় কিছু মানুষদের

যারা জানে,

এভাবে এগোতে থাকলে পৌঁছাতে পারবে তাদের কাঙ্ক্ষিত গন্তবে

এদিকে আমরা সামান্য চোট পেলে অবুঝ মনের এই কথা শুনি

“ আমি আর এগোতে পারব না”

“আমার দ্বারা সম্ভব না”

“কী লাভ?”

এরকম চিন্তায় অনেকেই থাকতে থাকতে কেউ কেউ

মরণের সাথে হাত মেলায়

আর জীবন তাদেরকে নিয়ে লেখাগুলো ছিড়তে বাধ্য হয়

কিন্তু সে আর এমন কষ্টের লিখা ছিড়তে চায় না

সে চায়

যখন কেউ সাফ্যলের তারা হাতে পাবে,

তখন জীবন তাদের হার না মানার রক্তাক্ত ইতিহাসগুলো

আকাশের নক্ষত্রপুঞ্জে সাজিয়ে রাখবে,

যাতে মহাকাশের কোনো বিষণ্ণ প্রাণী দেখে বলে,

“ আমিও তাদের মতো জ্বলে থাকতে চাই চিরকাল”

Comments

    Please login to post comment. Login