সাংবাদিক ও নাগরিক আর নাগরিক ও সাংবাদিক দুইয়ের বৈশিষ্ট্য শ্রেণী বিন্যাস একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিফলন সারমর্ম অনুসন্ধান নাগরিক সাংবাদিকতার অংশ। সনাতন ধর্মাবলম্বী দাস পদবী আমাকে কায়স্থ প্যাঁচ শিখিয়েছে যা আমার নাগরিক সাংবাদিকতার ধারণা থেকে শিক্ষা দিয়েছে। চেষ্টা করেছি নাগরিক সাংবাদিকতার প্রতিটি স্তরে নিজের উপস্থিতি জানান দেয়ার। কোন বিষয়ই নাগরিক সাংবাদিকতার বাইরে নয়।