আমি খুব একটা জগড়াটে নই বুঝলে,
তোমার সাথে জগড়াটা মিষ্টিলাগে খুব।
জগড়ার শুরু আমিই করি, খুজলে
তবুও তুমি মিষ্টি করে থাক যেন চুপ।
আকাশের বুকে দলে দলে মেঘ ভাসলে,
ঝড়া বৃষ্টির ফুটা জমে পাতায় পাতায়।
মায়াবী চোখের চাওনিতে আমার দিকে চাইলে
কথা বলে তোমার দু-চোখ ইশারায়।
রাত গভিরে ঘুম ঘুম চোখে জাগলে,
অবুঝ বাচ্চার মতো দেখতে লাগে তোমায়।
নিশব্দ এই মায়া ভরা মুখ দেখলে,
ডুবে যাই ভেসে যাই আমি ভালবাসায়।