Posts

নিউজ

পদার্থবিজ্ঞানে নোবেল পেতে চেয়েছিলেন সাহিত্যে নোবেলজয়ী কেনজাবুরো ওয়ে

September 13, 2025

নিউজ ফ্যাক্টরি

202
View

সাহিত্যে নোবেলজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে শৈশবে পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়ার আশা করতেন। এমনকি নিজের মায়ের কাছে এই বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। নোবেল প্রাইজ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।   

এক সাক্ষাৎকারে জাপানি এই লেখক বলেছেন, 'ছোটবেলায় আমি পদার্থবিদ হতে চেয়েছিলাম। পদার্থবিদ্যায় পড়ার জন্য আমাকে টোকিও যেতে অনুমতি দিতে মাকে অনুরোধ করেছিলাম। সে সময় আমি তাকে কথা দিয়েছিলাম, পদার্থবিজ্ঞানে একদিন নোবেল পুরস্কার জিতবো।'    

তিনি আরও বলেছেন, ‘৫০ বছর পর আমি নিজের গ্রামে ফিরে গিয়েছিলাম। এরপর মায়ের কাছে গিয়ে বলেছিলাম দেখ, আমি আমার কথা রেখেছি। আমি নোবেল পুরস্কার জিতেছি।’   

নোবেলজয়ী এই লেখকের মা মজা করে বলেছিলেন, ‘না। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে এটি পদার্থবিজ্ঞানে হবে।’ 

উল্লেখ্য, কেনজাবুরো ওয়ে ১৯৩৫ সালে জাপানে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালের মার্চে ৮৮ বছর বয়সে মারা যান। তিনি জাপানি সাহিত্যের একজন প্রধান লেখক ছিলেন। তার কথাসাহিত্যে আমেরিকান এবং ফরাসি সাহিত্যের প্রভাব আছে। তিনি ১৯৯৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘অ্যা পারসোনাল ম্যাটার’, ‘দ্য সাইলেন্ট ক্রাই’, ‘হিরোশিমা নোটস’, ‘ডেথ বাই ওয়াটার’, ‘দ্য পিঞ্চ রানার মেমোরেন্ডাম’,'সমারসল্ট'।    

Comments

    Please login to post comment. Login