Posts

চিন্তা

জীবনের রূপ

September 13, 2025

ইহতেমাম ইলাহী

48
View

   

                       

নীল সমুদ্র জুড়ে থাকে উঁচু নিচু ঢেউ। মানুষ হায়াত জুড়েও থাকে ঢেউ। যেন তা-ও একটি সমুদ্র। হায়াত নামক সমুদ্রের ঢেউগুলোর উঁচু অংশ হলো– ভালো সময় আর নিচু অংশ হলো– খারাপ সময়। 


 

                                    সকালের উজ্জ্বল আলোর শপথ,     

                              শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়,

                          তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি 

                                     এবং তোমার প্রতি বিরূপও হননি।            

                                            (সূরা দূহা, আয়াত- ১-৩)       



 

জীবনের কোনো অংশ ভোরের আলোর মত উজ্জ্বল, আনন্দময়। আবার কোনো অংশ গভীর রাতের মত অন্ধকারচ্ছন্ন, দুঃখময়। জীবনের কোনো অংশই নির্দেশ করে না যে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। তবে তিনি কখনোই আপনাকে পরিত্যাগ করেন না। ভালো সময় আর মন্দ সময়ের ঢেউয়ের দোলা পুরো হায়াত জুড়েই আন্দোলিত থাকে।  এটাই জীবনের বৈশিষ্ট্য। 


 

জীবনে ভালো সময় এলে মানুষ উৎফুল্ল ও স্বেচ্ছাচারী হয়ে উঠে। কারণ সে বুঝতে পারে না, এর পরেই দুঃসময় অপেক্ষা করছে। সুসময়ে তার উচিত যথাসম্ভব পাথেয় সংগ্রহ করা– যেন এরপরেই আসা দুঃসময়ে তা কাজে লাগে। প্রতিটি ভালো সময়ের পরেই একটি খারাপ সময় ওঁত পেতে থাকে। 


 

জীবনের খারাপ সময়ে মানুষ হতাশ হয়ে পড়ে।  কিন্তু খারাপ সময় মানুষকে শেখায়, অভিজ্ঞ করে, শক্ত করে তুলে। দুঃসময় পরবর্তী যে সম্ভাবনাময় সময় আসছে– তার জন্য এই শিক্ষা, অভিজ্ঞতা আর শক্তি বড়ই জরুরী রসদ। 



 

                    জীবন সরলরেখার মত নয়, ঢেউয়ের মত উঁচুনিচু। 

                                        


 

Comments

    Please login to post comment. Login